হাঁটুতে ও কনুইয়ের গুরুতর চোট পেয়ে সোমবার (২২ জানুয়ারি) হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান।
সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করা হয় তার। একদিনের মাথায় মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন অভিনেতা।
শোনা যায়, শুটিং করতে গিয়েই হাঁটুতে ও কনুইয়ের পুরনো আঘাত বেড়ে যায়।
অসহ্য যন্ত্রণা শুরু হতেই ভর্তি করা হয় হাসপাতালে। ২৪ ঘণ্টার মধ্যেই ছাড়া পেয়ে যান তিনি। কিন্তু কীভাবে এই চোট লাগল তার, সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি।
অভিনেতা বলেন, ‘এই আঘাত এবং এর পরে অস্ত্রোপচারের মতো বিষয়গুলি আমাদের কাজেরই অংশ। এটা আমাদের কাছে খানিকটা পোশাক পরা ও পোশাক ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা। আমি সঠিক সময় অস্ত্রোপচার হওয়ায় খুব খুশি। যারা এই সময় পাশে ছিলেন তাদের ধন্যবাদ’।
৫৩ বছর বয়সী সাইফকে শেষবার পর্দায় দেখা গেছে ‘আদিপুরুষ’ ছবিতে। যদিও সেই ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করে হাসির খোরাক হন তিনি। এখন ব্যস্ত ‘দেবারা’ ছবির শুটিংয়ে।
জেএন/পিআর