মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪ হাজারের বেশি অভিবাসী আটক

মালয়েশিয়ায় নতুন বছরের প্রথম ১৮ দিনের অভিযানে বাংলাদেশিসহ চার হাজারেরও বেশি অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

- Advertisement -

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেছেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী পৃথক ৮৭০টি অভিযানে ৯ হাজার ১৬৯ অভিবাসী শ্রমিকের কাগজপত্র ও ডকুমেন্টস চেক করা হয়েছে। এর মধ্যে বৈধ কাজপত্র না থাকায় ৪ হাজার ২৬ জনকে আটক করা হয়েছে।

- Advertisement -google news follower

এছাড়া এক হাজার ৪৯৭ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি ৪২ জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

চলতি মাসে ১৮ দিনের বিশেষ অভিযানের মধ্যে অন্যতম ছিল রাজধানী কুয়ালালামপুরের ‘মিনি ঢাকা খ্যাত’ কোতারায়া বাংলা মার্কেটে। এখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রায় এক হাজার আইনশৃঙ্খলা বাহিনী সদস্য অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশিসহ সহস্রাধিক অভিবাসীকে আটক করা হয়।

- Advertisement -islamibank

খোঁজ নিয়ে জানা যায়, বৈধ ডকুমেন্টস থাকায় অধিকাংশই ছাড়া পেয়েছেন। আটকের পর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বুকিত জলিল ও সেমুনিয়া ইমিগ্রেশন সেন্টারে রাখা হয়েছিল।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM