আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে

আন্তর্জাতিক বাজারে একদিনের ব্যবধানে স্বর্ণের দাম কিছুটা কমেছে। তবে ভূরাজনৈতিক অস্থিতিশীলতাসহ নানা কারণে আগামী দিনগুলোয় মূল্যবান ধাতুটির বাজার বাড়তির দিকেই থাকতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। খবর রয়টার্স।

- Advertisement -

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, শিগগিরই মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের উপাত্ত প্রকাশ করবে মার্কিন কর্তৃপক্ষ। সেগুলোর ওপর নির্ভর করেই কখন সুদের হার কমাবে ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড) তা জানা যাবে। আপাতত সেদিকে তীক্ষ নজর দিচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে স্বর্ণে বিনিয়োগে সতর্ক রয়েছেন ব্যবসায়ীরা। তাতে বুলিয়ন বাজারের চাকচিক্য কমেছে।

- Advertisement -google news follower

এই প্রেক্ষাপটে বুধবার (২৪ জানুয়ারি) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২ হাজার ২৩ ডলার ৬৯ সেন্টে।

অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্সে) ধাতুটির ভবিষ্যৎ সরবরাহ চুক্তি লেনদেন হয়েছে ২ হাজার ২৪ ডলার ৫০ সেন্টে, যা আগের দিনের চেয়ে দশমিক ১ শতাংশ কম।

- Advertisement -islamibank

দাম কমার কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ হয়েছে। এতে দেখা গেছে, ইতিবাচক ধারায় রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি।

ফলে শিগগিরই সুদহার কমানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করবে না দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। আর সুদহার ঊর্ধ্বমুখী থাকলে স্বাভাবিকভাবেই স্বর্ণের চাহিদা কমে যায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM