পঞ্চগড়ে মাঘের শেষ সময়ে এসে তীব্র শীতে কাঁপছে এ জেলার মানুষ। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
পুরো মাঘজুড়েই ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনপদ। হঠাৎ মেঘ সরিয়ে সূর্যের মুখ দেখা গেলেও উত্তরের কনকনে হিম শীতল বাতাসে উষ্ণতা কমে যাচ্ছে।
সন্ধ্যা থেকেই ভারি কুয়াশায় ঢেকে যায় গোটা জেলা। দিনভর আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে জেলার শীতার্ত মানুষদের।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, ‘আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।
উত্তর-পূর্ব বা উত্তর-পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হওয়ার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। পুরো জানুয়ারিজুড়ে তাপমাত্রা এমন থাকবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর থেকে আস্তে আস্তে শীত কমতে থাকবে।
জেএন/পিআর