পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সরকার পতনের ব্যর্থ আন্দোলনে সোচ্চার হলেও ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে নীরব।
সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ শান্তি পরিষদ আয়োজিত ফিলিস্তিনের সাম্প্রতিক পরিস্থিতি ও শান্তির অন্বেষা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এমন মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছে না, তারা দেশের ক্ষমতায় গিয়ে কী করবে মানুষ তা বোঝে বলেও মন্তব্য করেন তিনি।
হাছান মাহমুদ আরও বলেন, ফিলিস্তিনে যা হচ্ছে তা কেবল গণহত্যাই নয়, এটি মানবতাবিরোধী অপরাধ। ইসরায়েল গাজাকে মানুষশূণ্য করতে চায় বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি আরো বলেন, অতীতে বাংলাদেশ যেমন ফিলিস্তিনিদের পক্ষে ছিলো, ভবিষ্যতেও থাকবে।
জেএন/পিআর