ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতি বিষয়ে এবার মুখ খুললেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত।
পুনেতে ন্যাশনাল ডিফেন্স একাডেমির একটি অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে পাকিস্তানকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হতে হবে।
একইসঙ্গে সন্ত্রাসের প্রশ্নে কার্যকর ভূমিকা না নিলে ভারত পাকিস্তানের কোনো আবেদনে সাড়া দেবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
তার কথায়, পাকিস্তান নিজেকে ইসলামি রাষ্ট্র বানিয়ে ফেলেছে। ভারতের সঙ্গে শান্তিতে বাস করতে হলে তাদের ধর্মনিরপেক্ষ হতে হবে।
একইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগও এনেছেন ভারতের সেনাপ্রধান। সন্ত্রাস এবং আলোচনা, এই দু’টি প্রক্রিয়া যে একসঙ্গে চলতে পারে না, সে প্রসঙ্গও নিজের বক্তৃতায় তুলে ধরেছেন তিনি।-আনন্দবাজার পত্রিকা