চট্টগ্রামের আনোয়ারায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা গুনতে হয়েছে আবদুল মন্নান নামের এক ব্যক্তিকে। এসময় জব্দ করা হয় মাটি কাটার কাজে এবং পরিবহণে ব্যবহৃত একটি এস্কেভেটর ও একটি ট্রাক।
শুক্রবার (২ ফেব্রুয়ারী) রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন নেতৃত্বে ভ্রাম্যামন আদালত পরিচালনা করে অর্থদণ্ড দেওয়া হয়।
আব্দুল্লাহ আল মুমিন বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে মাটি কাটার দায়ে এ জরিমানা করা হয়েছে। কৃষি জমি থেকে কোন ভাবেই মাটি কাটা যাবে না। অভিযান অব্যাহত থাকবে।
জেএন/পিআর