চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পলিশ।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে নগরীর নতুন রেলওয়ে স্টেশনের বাসপার্কিং ইয়ার্ড থেকে তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি টিপ ছোরা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয় প্রকাশ কালাইয়া (২৩), মো. মেহেরাজ মিয়া (১৯), মো. কাউসার (২৪) ও মো. শরিফ(২০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা চিহ্নিত ছিনতাইকারী। তারা নগরীর রিয়াজউদ্দিন বাজার, স্টেশন রোড, বিআরটিসি ও সিআরবিতে চলাচলরত পথচারী-যাত্রীদের টার্গেট করে অস্ত্র-ছোরার ভয় দেখিয়ে সর্বস্ব লুটে নেয়।
মঙ্গলবার ভোরে চক্রটি নতুন রেলওয়ে স্টেশনের বাসপার্কিং ইয়ার্ডে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে খবরে অভিযান চালায় টিম কোতোয়ালী। এসময় তিনটি ছোরাসহ চক্রের ৪ সদস্যকে হাতেনাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. ওবায়দুল হক এসব তথ্য নিশ্চিত করেন। বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
জেএন/পিআর