সাতকানিয়ায় বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনে পুড়ল মুড়ির মিল

চট্টগ্রামের সাতকানিয়ায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে মোহাম্মদ নাসিরের মুড়ির মিল।

- Advertisement -

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার এঁওচিয়ার ইউনিয়নের দেওদীঘিতে আগুন লাগার ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় আগুনে মিলের যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল পুড়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করছে মিল মালিক মোহাম্মদ নাসির।

- Advertisement -islamibank

তবে প্রাথমিকভাবে ৬ লাখ টাকা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে জানালেন সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার হুমায়ুন কার্ণায়েন।

এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM