চট্টগ্রামের ১৬টি আসনের মোট ১৮০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে রোববার (২ নভেম্বর)। সকাল ১০টা থেকে এই প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে। চট্টগ্রামের দুই রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মনোয়ন বাছাই করছেন।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন জয়নিউজকে বলেন, নির্বাচনি আইন অনুযায়ী প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। রোববার বিকালের মধ্যে এ কার্যক্রম শেষ হবে।
জানা গেছে, ঋণ খেলাপি, মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ট্যাক্স সার্টিফিকেট প্রদান, হলফনামায় তথ্য বিভ্রাটসহ নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত নিয়মের ব্যত্যয় হলে কপাল পুড়বে প্রার্থীর। বাতিল হবে মনোনয়নপত্র। নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য বিবেচিত হবেন ওই প্রার্থী। যারা বাছাইয়ে যোগ্য বলে বিবেচিত হবেন তারাই ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশ নিতে পারবেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কমিউনিস্ট পার্টি, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ন্যাশনাল পিপলস পার্টি, গণফোরাম, মুসলিম লীগ এবং স্বতন্ত্রসহ মোট ১৮০ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাছাই শেষে নির্বাচনে যোগ্য বিবেচিত প্রার্থীরা আগামী ৯ ডিসেম্বরের মধ্যে চাইলে মনোনয়ন প্রত্যাহারও করতে পারবেন।