আগামীকাল ভ্যালেন্টাইনস ডে। পৃথিবীময় ভালোবাসাবাসির দিন। পশ্চিমা দেশগুলোয় ভ্যালেন্টাইনস ডে শুধু প্রেমিক-প্রেমিকার মাঝে সীমাবদ্ধ থাকলেও বাংলাদেশে এই দিনটি সর্বজনীন একটি উৎসব হিসেবেই পরিচিতি পেয়েছে।
ভালোবাসার দেবতা কিউপিড উড়ে উড়ে যাকে তাকে তীর ছুঁড়ে মারবেন, আর সঙ্গে সঙ্গে তারা প্রেমের বাঁধনে জড়িয়ে পড়বে; এই তত্ত্ব বাংলাদেশে কিছুটা হলেও অচল।
বিশেষ এই দিনটি ইউরোপের প্রেমিক-প্রেমিকার মাঝে সীমাবদ্ধ হলেও। দিনটি বাংলাদেশে এসে বাবা-মা-ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন, স্বামী-স্ত্রী, বন্ধু-বান্ধব এমন কী ছাত্র-শিক্ষক পর্যন্ত গড়িয়েছে! প্রেমিক-প্রেমিকার কথা তো বলাই বাহুল্য। তাই ভ্যালেন্টাইন্স ডে’তে শুধু মনের মানুষের কথা ভাবলেই হবে না, ভাবতে হবে সব প্রিয়জনের কথাই।
ভালোবাসা দিবসের মত একটি সর্বজনীন উৎসবে গিফট একটি মহামূল্যবান অনুসর্গ। প্রিয়জনের আনন্দকে আজ কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে আপনার দেওয়া একটি ছোট্ট গিফট।
ভালোবাসার মানুষকে কি উপহার দিলে খুশি হবে তা নিয়ে অনেকের চিন্তার অন্ত থাকে না। এছাড়া ভালোবাসা দিবস এলে প্রিয়জনের জন্য উপহার কেনার হিড়িক পড়ে যায়।
এখনো অনেকে ভালোবাসার মানুষটির হাতে সেরা উপহারটি তুলে দেয়ার জন্য ভ্যালেন্টাইন্স ডে’র গিফট আইডিয়া খুঁজছেন। কি ভাবে চমকে দিবেন পিয় মানুষটাকে।তাহলে চলুন জেনে নেয়া যাক কিছু টিপস।
ভিন্নভাবে চমকে দেবার প্রস্তুতি নিন
ভালোবাসা দিবসের ট্র্যাডিশনটাই এমন যে পুরুষেরা তার সঙ্গীকে কোন কিছু করে অবাক করে দেবে। তবে এই নিয়মে একটু পরিবর্তন আনলে কিন্তু খারাপ হয় না।
কারণ সম্পর্কে রোমান্স তখনই ভালো লাগে যখন তা একেবারেই অপ্রত্যাশিত ভাবে আসে। এমন কিছু প্রস্তুতি নিন যাতে করে আপনার প্রিয় মানুষটাকে চমকে দেওয়া যায়। এমন কোনো উপহার দিতে পারেন যেন সঙ্গী খুশি হওয়ার থেকে বেশি অবাক হয়ে যান।
বিশেষ এই দিনটিতে নিজেকে অন্যভাবে সাজিয়ে নিন
ভালোবাসা দিবস নিজেকে চমৎকারভাবে তৈরি করে নিন যেন আপনার প্রিয় মানুষটা আপনাকে দেখে রীতিমতো চমকে যান। যেন চোখ সরাতে না পারে আপনার দিক থেকে। আপনি সবসময় যেভাবে সাজগোজ করেন, বিশেষ এই দিনটিতে তার চাইতে একটু অন্যভাবে সাজুন। শাড়ি তো অনেকেই পরে থাকে, আপনি চাইলে বাহারি ওয়েস্টার্ন ড্রেস বা লং গাউন পরতে পারেন। আজকাল এমন ড্রেস খুব চলছে এবং খুব স্টাইলিশও।
ছোট ছোট কিছু উপহার দিতে পারেন
নতুন বছরের শুরুতে প্রিয়জনকে দিতে পারেন একটা সুন্দর ফটোফ্রেম। ফ্রেমে লাগিয়ে দিন আপনাদের এক সাথে তোলা কিছু সুন্দর ছবি। অথবা প্রিয় মানুষটার জন্য কিনে নিন রঙিন একটা ডায়রি। প্রিয়জনের সামনে দাঁড়াতে পারেন একগুচ্ছ ফুল হাতে। হোক তা আপনার বা তার কোনো পছন্দের ফুল। সাথে রাখতে পারেন পারফিউম, চকলেট, কার্ড।
দুজন দুজনের হাত ধরে ওয়াদা করুন
শুধু একটা দিনের জন্যই ভালোভালোবাসা নির্ধারিত নয়। সম্পর্কে ভালোবাসা আরো বেশি মজবুত করতে ভালোবাসা দিবসেই একে অপরকে কিছু কিছু বিষয়ে প্রমিজ করুন যেন আগামী দিনগুলোও সবসময় ভালোবাসায় পরিপূর্ণ থাকে।
পছন্দের খাবার রান্না করে খাওয়াতে পারেন
আপনার প্রিয় মানুষটা কী খেতে ভালোভালোবাসে আপনি জানেন তো? তবে তাকে রান্না করে খাওয়ান সে খাবারগুলো। হোক তা একটা দিনের জন্য। অথবা বাইরে একটু ঘুরে-খেতে পারেন তার পছন্দের খাবারগুলো।
ভুলবেন না ভালোবাসার কথাটি বলতে
একে অপরকে ভালোবাসি কথাটি বলতে লজ্জাবোধ করে অনেকেই। আবার প্রতিদিনের ব্যস্ততার জন্যও মুখ দিয়ে ভালোবাসি কথাটি বলা হয় না।
কিন্তু বিশেষ এই দিনে একটু ভিন্নভাবে সঙ্গীকে ভালোবাসার কথা জানিয়ে দিন। তা হতে পারে কোনো চিঠি, কিংবা কোনো বিশেষ উপহার, অথবা অন্য কোনো ভাষায় ভালোবাসার কথা।
এমন কিছু করুন তার জন্য যা সে ভালোবাসে
ব্যস্ততার জন্য নিশ্চয়ই একসাথে টিভি দেখতে পারেন না বা মুভিও দেখতে পারেন না। তাই বিশেষ এই দিনটিতে সব কিছু ভুলে গিয়ে কোনো রোম্যান্টিক মুভি দেখুন। যা হতে পারে- নোটবুক, পিএস আইলাভ ইউ, এ ওয়াকটু রিমেম্বার, সুইট নভেম্বর ইত্যাদি। এতে নিজেদের মাঝেও ভালোবাসার তীব্রতা আরো বেশি তীব্র হবে।
জেএন/পিআর