মিয়ানমারের চলমান সমস্যা আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে

অনলাইন ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ব‌লে‌ছেন, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া মিয়ানমারে যে চলমান সমস্যা, সেটির কারণে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।

- Advertisement -

বুধবার প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার মিউনিখ সফর নি‌য়ে হওয়া এক সংবাদ স‌ম্মেল‌নে এ কথা ব‌লেন মন্ত্রী।

- Advertisement -google news follower

প্রধানমন্ত্রীর মিউনিখ সফরে রো‌হিঙ্গা প্রসঙ্গ তোলা হ‌বে কি না— জান‌তে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, মিয়ানমার থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে, তাদের যেন মিয়ানমার পূর্ণ অধিকার দিয়ে ফিরিয়ে নিয়ে যায় সেই প্রসঙ্গটি উপস্থাপন করব।

রোহিঙ্গা সংকট নিয়ে হাছান মাহমুদ ব‌লেন, আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করেছি। মামলায় আমরা যৌথভাবে স্বাক্ষর করেছি। সেটা বিচারাধীন আছে।

- Advertisement -islamibank

মিয়ানমা‌রের চলমান সংঘাতের ফ‌লে বাংলা‌দে‌শে আশ্রয় নেওয়া সেনা, বি‌জি‌পিসহ তা‌দের পরিবারের সদস‌্যদের ফের‌ত প্রস‌ঙ্গে মন্ত্রী ব‌লেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য, সীমান্ত নিরাপত্তা বলুন বা জাতীয় নিরাপত্তা বাহিনী বলুন তাদেরকে ফেরত পাঠানোই আমাদের উদ্দেশ্য। তারা ভারতেও পালিয়ে গিয়েছিল। ভারতও তাদের ফেরত পাঠিয়েছে। আমরাও তাদের ফেরত পাঠাতে কাজ করছি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM