চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাট এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার সময় ওই এলাকার তাকওয়া রেস্টুরেন্টে এই ঘটনাটি ঘটে। আগুনে পুরো রেস্টুরেন্টটি ভুস্মিভূত হয়ে অন্তত ৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীদের।
জানা গেছে, বুধবার রাতে ব্যবসা শেষে রেস্টুরেন্ট বন্ধ করে মালিক-কর্মচারিরা বাসায় চলে যান।
ভোর রাতে মার্কেটে আগুন দেখে দায়িত্বরত নৈশপ্রহরী বিষয়টি রেস্টুরেন্টের মালিককে জানায়। তারা দ্রুত ফায়ার সার্ভিসের রাউজান ও কালুরঘাট ইউনিটকে খবর দেন।
খবর পেয়ে দুটি ইউনিটের দমকল কর্মীরা দ্রুত গটনাস্থলে পৌছে অল্প সময়ের মধ্যে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রক্ষা পায় আশপাশের অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান।
তবে নিয়ন্ত্রণের আগেই তাকওয়া রেস্টুরেন্টটি পুরোপুরি ভস্মীভূত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেছেন দমকল বাহিনী।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বখতিয়ার হোসেন, আনোয়ার মেম্বার, মাহাবু্ব আলম ও মোহাম্মদ ওমর ফারুক জানান, রেস্টুরেন্টটিতে ১০/১২ জন কর্মচারি কাজ করতো।
প্রতিষ্ঠানটি পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের পাশাপাশি কর্মচারিদেরও কপালে পুড়েছে। তাদের দাবি রেস্টুরেন্টের দামি সকল আসবাবপত্র পুড়ে অন্তত ষাট লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
জেএন/পিআর