বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী শ্রী লোকনাথ মন্দিরের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ৩দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি গোধূলিলগ্নে অধিবাস কীর্তনের মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন করেন গোমদণ্ডী যোগাশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ছত্রেশ্বরানন্দ সরস্বতী মহারাজ। এতে সুব্রত দত্ত রাজুর সঞ্চালনায় প্রবাসী সন্তোষ কুমার দে, জুয়েল চৌধুরী ও প্রিয়তম দত্ত টাংকুকে সম্মাননা স্মারক তুলে দেন মন্দির পরিচালনা পর্ষদ ও উৎসব উদযাপন পরিষদের সদস্যবৃন্দ।
উৎসব উপলক্ষে গীতাপাঠ ও ভক্তিমূলক সংগীত প্রতিযোগিতা এবং শিক্ষাবৃত্তি প্রদান, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।
এইদিন গোমদণ্ডী গ্রামের সুহৃদ ক্লাবের শত বছরের দুর্গা মন্দির পুনঃনির্মাণ ও লোকনাথ মন্দির কমপ্লেক্সের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন সন্তোষ কুমার দে।
জেএন/পুজন/পিআর