চট্টগ্রামের পটিয়ায় ২টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ ও ১০ বস্তা (১ হাজার লিটার) চোলাইমদসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার খরনা ইউনিয়নস্থ কাগজীপাড়া জামে মসজিদের দক্ষিণ পাশে বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মদসহ তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম সুজন (২৮) প্রকাশ ইয়াবা সুজন। সে উপজেলার খরনা ইউনিয়নের ৩ নং ওয়াডের মৃত আবদুল কাদেরের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে আসামি সুজনের গোয়াল ঘরের পাশে পরিত্যক্ত ঘরে অভিযান চালায় পটিয়া থানার অভিযানিক টিম।
এসময় সুজনকে হাতেনাতে আটক করলেও মঞ্জু, কুফুরি মাহবুব ও নুরুল ইসলাম নামের এ তিন সন্ত্রাসী পালিয়ে যায়।
আটক সুজনের দেখানো পরিত্যক্ত গোয়াল ঘর থেকে ২টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি), ২ রাউন্ড কার্তুজ ও ১০ বস্তা দেশীয় চোলাইমদ প্রায় ১ হাজার লিটার উদ্ধার করা হয়।
আটক আসামী সুজনের বিরুদ্ধে ২০২১ সালের আরো একটি অস্ত্র মামলা, ইয়াবা মামলাসহ আরো ৫ টি মামলা রয়েছে জানায় পুলিশ।
পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, আটক সুজনের বিরুদ্ধে শুক্রবার বিকেলে পটিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সন্ধ্যায় আদালতের মাধ্যমে সুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
জেএন/পিআর