বিএনপিকে ‘তারুণ্যের ইশতেহার’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কাছে ‘তারুণ্যের ইশতেহার’ নামে একটি প্রস্তাবনা তুলে ধরেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতারা।

- Advertisement -

লিখিত এই প্রস্তাবনা দিতে সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তারা।

- Advertisement -google news follower

১৮ সদস্যদের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কোটা সংস্কার আন্দোলনকারী ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান।

তিনি জানান, তারুণ্যের ইশতেহার আমরা সব রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করব।

- Advertisement -islamibank

তিনি বলেন, সত্যিকার অর্থে এদেশের তরুণ, বিশেষ করে লাখ লাখ শিক্ষিত বেকার কি চাই, এই ইশতেহারে সেটিই উল্লেখ করা হয়েছে। আমরা চাই, সব রাজনৈতিক দল তাদের নির্বাচনি ইশতেহারে তারুণ্যের জন্য আলাদা প্রতিশ্রুতি দিক।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM