চোরাচালান রোধে চট্টগ্রাম বন্দরে বসলো আরো দুই স্ক্যানার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বন্দরে দুইটি ফিক্সড কনটেইনার স্ক্যানার উদ্বোধন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

- Advertisement -

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটে বসানো স্ক্যানার উদ্বোধন ও হস্তান্তর করেন তিনি।

- Advertisement -google news follower

রপ্তানিমুখী পণ্য পরীক্ষার প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম বন্দরে স্থাপন করা হয়েছে এ দুটি অত্যাধুনিক স্ক্যানার মেশিন।

এতোদিন আমদানি পণ্য পরীক্ষায় চট্টগ্রাম বন্দরের বারোটি গেট এর মধ্যে পাঁচটিতে স্থায়ী ও দুটিতে মোবাইল স্ক্যানার দিয়ে আমদানি পণ্য পরীক্ষা করা হতো।

- Advertisement -islamibank

রপ্তানিপণ্যের স্ক্যানিং সুবিধা না থাকায় এতোদিন নানরকম ছল চাতুরির আশ্রয় নিয়ে রপ্তানির আড়ালে প্রায় হাজার কোটি টাকা পাচার করেছে অসাধু রপ্তানিকারকরা।

স্থাপিত এসব স্ক্যানার দিয়ে তেজস্ক্রিয় কিংবা বিপদজনক পণ্য নির্ণয় করা যাবে সহজেই। ডুয়েল এনার্জি এবং উভয়দিকে স্ক্যান করতে সক্ষম হওয়ায় ঘণ্টায় ১৫০ টি কন্টেইনার স্ক্যান করতে সক্ষম এই স্ক্যানার।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM