প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা সব সময় গণহত্যার বিপক্ষে ছিলাম। গাজাতে যা হচ্ছে আমার মনে হয় এটি গণহত্যা।’
গতকাল শনিবার তুরস্কের বার্তা সংস্থা বার্তা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) ২০২৪-এ অংশ নিতে বর্তমানে জার্মানিতে রয়েছেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি এ সাক্ষাৎকার দেন।
আনাদোলু এজেন্সিকে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় গণহত্যার বিপক্ষে ছিলাম। গাজাতে যা হচ্ছে আমার মনে হয় এটি গণহত্যা। আমরা কখনো এটি সমর্থন করি না।’
তিনি বলেন, ‘গাজার মানুষের বেঁচে থাকার অধিকার আছে। যা হচ্ছে তা খুব মর্মান্তিক। সুতরাং আমাদের উচিত তাঁদের সহায়তা করা। এর পাশাপাশি এই যুদ্ধ বন্ধ করা।’
বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এরইমধ্যে বাংলাদেশ কিছু সহায়তা পাঠিয়েছে।
এই অভিযানকে আমরা কখনোই সমর্থন করি না। ফিলিস্তিনিদের নিজেদের ভূখণ্ডে থাকার অধিকার রয়েছে। ১৯৬৭ সালে জাতিসংঘে দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাব দেয়। এটি বাস্তবায়ন করা উচিত।’
জেএন/পিআর