টলিউডের ষাট থেকে আশির দশকের সফল অভিনেত্রী অঞ্জনা ভৌমিক আর নেই।
শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা হলে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। গতকাল শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
১৯৪৪ সালের ৩০ ডিসেম্বর জন্ম অঞ্জনা ভৌমিকের। তার প্রকৃত নাম আরতি ভৌমিক। প্রথম সিনেমা ‘অনুষ্টুপ চন্দ’ মুক্তির আগেই নিজের নাম বদলে ফেলেন তিনি।
মহানায়ক উত্তম কুমারের সঙ্গে বর্ষীয়ান এই অভিনেত্রীর রয়াসন দর্শকমহলে প্রশংসিত ছিল।
অঞ্জনা অভিনীত ‘চৌরঙ্গী’, ‘থানা থেকে আসছি’, ‘নায়িকা সংবাদ’ সিনেমাগুলো আজও দর্শক মনে রেখেছেন।
জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালীন নেভি অফিসার অনিল শর্মা ও অঞ্জনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিতে থাকেন।
তার দুই মেয়ে নীলাঞ্জনা ও চন্দনা একটা সময় অভিনয় করতেন। নীলাঞ্জনা এখন প্রযোজনা করেন। তার স্বামী জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত।
জেএন/পিআর