আফগানিস্তানে তুষারধসে ২৫ জনের মৃত্যু

ভিনদেশ ডেস্ক :

আফগানিস্তানের পূর্বাঞ্চলের নুরিস্তান প্রদেশের নোরগারাম জেলার একটি গ্রামে তুষারধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে।

- Advertisement -

সোমবার (১৯ ফেব্রুয়ারি) প্রদেশটির তথ্য ‍ও সাংস্কৃতিক প্রধান জামিউল্লাহ হাশিমি বলেন, ‘এখনো তুষারপাত হচ্ছে।
তার মধ্যেই উদ্ধারকাজ চলছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ’

- Advertisement -google news follower

রোববার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে নোরগারাম জেলার তাতিন দারা এলাকায় ভারি বৃষ্টি ও তুষারপাতের কারণে এই হতাহতের ঘটনা ঘটে। এতে অন্তত ২০টি বাড়ি ধ্বংস ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রদেশটির গণপূর্ত বিভাগের প্রধান মৌলভি মোহাম্মদ নবী আদেল জানিয়েছেন, মেঘ ও বৃষ্টির কারণে হেলিকপ্টার নুরিস্তানে অবতরণ করতে পারছে না। এছাড়াও তুষারে প্রদেশটির প্রধান সড়কগুলোকে ঢেকে গেছে। যার ফলে উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়েছে।

- Advertisement -islamibank

তথ্য ও সংস্কৃতির প্রাদেশিক প্রধান জামিউল্লাহ হাশিমি এএফপিকে বলেছেন, প্রায় ২০টি বাড়ি ধ্বংস হয়েছে বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, এখনও তুষারপাত হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে।

ইতিমধ্যেই খরার তৃতীয় বছরে, আফগানিস্তান জাতিসংঘের মতে জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে একটি।

কর্মকর্তারা জানিয়েছেন, নুরিস্তানে আগের বছরের তুলনায় কম তুষারপাত হয়েছে। এই বছর আমাদের সামান্য তুষারপাত হয়েছে এবং এটি বেশি দিন স্থায়ী হয় না।

কৃষির ওপর নির্ভরশীল এই দেশে বৃষ্টি কৃষকের রোপণ বিলম্বিত করতে বাধ্য করেছে।

আফগানিস্তান বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি, প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM