মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সেরেম্বান শহরের হটস্পট হিসেবে চিহ্নিত এলাকায় তিন ঘণ্টার অভিযান চালিয়ে ৫৯ নথিবিহীন অভিবাসীকে আটক করেছে।
দেশটির নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান আই কিয়াং বলেছেন, রোববার (১৮ ফেব্রুয়ারি) সেরেম্বান সিটি কাউন্সিলের পুলিশ ও কর্মীদের সহযোগিতায় পরিচালিত অভিযানে মোট ৯৬১ জন বিদেশির বৈধ পাস যাচাই করা করা হয়েছে।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, আটকদের বৈধ কাগজপত্র ছিল না। এমনকি কেউ কেউ ভিজিট পাসের শর্তের অপব্যবহার করে এবং অতিরিক্ত সময় অবস্থান করছিল।
তিনি বলেন, আটকদের মধ্যে মিয়ানমারের (২১), বাংলাদেশি (২০), নেপালি (৯), পাকিস্তানি (৪), ভারতীয় (২) এবং ইন্দোনেশিয়া, চীন ও উগান্ডার একজন করে রয়েছেন। আটকদের বয়স ছিল ১৬ থেকে ৪৮ বছরের মধ্যে।
জেএন/পিআর