খেলাধুলায় সম্পৃক্ত থাকলে যুব সমাজ সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের ছোবল থেকে রক্ষা পাবে। যে জাতি খেলাধুলায় যত উন্নত তারা পৃথিবীতে তত বেশি বিকশিত হয়েছে। জাতি গড়তে, মাদকমুক্ত সমাজ গড়তে বেশি-বেশি খেলাধুলার আয়োজন করতে হবে।
সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মহসিন কলেজের মাঠে আলহাজ্ব আবদুস সালাম মেম্বার স্মৃতি শর্টপিচ টুর্নামেন্টের উদ্বোধনকালে চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও জয়নিউজবিডির সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী এসব কথা বলেন।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও আওয়ামী লীগ নেতা আবদুর রউফ সভাপতিত্বে ও বোরহান উদ্দীনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম, চন্দনপুরা মহল্লা কমিটির সাধারণ সম্পাদক শেখ গোলাম মো. রাজু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ইয়াছিন আরাফাত, মহানগর ছাত্রলীগের এম কাইছার উদ্দীন, মো. ইলিয়াছ, নাছির উদ্দীন কুতুবী, সালামত আলী, আবদুর রহীম, আমান উল্লাহ আমান, মো. ফোরকান, ইয়াকুব আবেদ, সুলতান মাহামুদ, নাইমুল হক, এম সাইফুল ইসলাম, আবদুল আল সাইদ মো. আরমান, মো. মিজান, ইয়াছিন মিয়া গালিব সিকদার, মো. ইফতি প্রমুখ।
জয়নিউজ/কাউছার/পার্থ/জুলফিকার