উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে গাড়ি উপহার দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ তথ্য জানায় উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কেসিএনএ।
গণমাধ্যমটি জানায়, চলতি সপ্তাহেই রাশিয়ার তৈরি গাড়িটি পাঠানো হয় কিমের ঊর্ধ্বতন এক কর্মকর্তার কাছে।
তবে গাড়িটি কোন ব্র্যান্ড বা কোন মডেলের কিংবা কীভাবে রাশিয়া থেকে উত্তর কোরিয়ায় পাঠানো হয়েছে, সে ব্যাপারে জানা যায়নি কোনো তথ্য।
‘বিশেষ ব্যক্তিগত সম্পর্ক’-এর স্বীকৃতি স্বরূপ এই উপহার বলে জানায় কেসিএনএ।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পরে কিমকে এই উপহার দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন। বলেছেন, পরিপূর্ণ একটি বিলাসবহুল সেডান-ধাঁচের অরাস গাড়ি দেওয়া হয়েছে। যে ধরনের গাড়ি ব্যবহার করেন পুতিন নিজে।
গত বছরের সেপ্টেম্বরে শীর্ষ সম্মেলনের জন্য কিমের রাশিয়া সফরের সময় পুতিন তার অরাস সেনেট লিমোজিন দেখিয়েছিলেন কিম জংকে। পুতিন তাকে রাশিয়ার তৈরি বিলাসবহুল গাড়িতে বসার সুযোগ দেন।
তবে কিমকে পুতিনের দেয়া উপহারটি লিমোজিন কি না তা জানা যায়নি।
বিশেষ এই উপহারের জন্য কিমের হয়ে পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন তার বোন। তিনি বলেন, কিম ও পুতিনের মধ্যে সম্পর্ক কতটা ঘনিষ্ঠ, তারই নিদর্শন এই উপহার।
জেএন/পিআর