সেবাভিত্তিক আরও ৩টি অ্যাপ চালু

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

সেবাভিত্তিক নতুন আরও ৩টি অ্যাপ চালু করা হয়েছে। উচ্চারণ, কথা ও বর্ণ নামে এ তিনটি অ্যাপ চালু করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

- Advertisement -

বুধবার (২১ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এ তথ্য জানান। নতুন অ্যাপের পাশাপাশি টেলিটকের ই সিমও চালু হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী পলক।

- Advertisement -google news follower

বলেন, খুব শিগগিরই অ্যাকটিভ নেটওয়ার্ক টাওয়ার শেয়ারিংয়ের মাধ্যমে বাড়ানো হবে টেলিটকের সেবার মান।

পলক আরও বলেন, এআই প্রযুক্তি যেমন উপকার করছে অপরদিকে আমাদের অলসও করে দিচ্ছে। আবার বর্তমান সময়ে সাইবার জগতে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখে।

- Advertisement -islamibank

তাই তথ্যপ্রযুক্তির দক্ষতাসম্পন্ন লোকবল বাড়াতে হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM