লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান বাবুল মারা গেছেন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার সানওয়ে মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বাবুলের স্ত্রী নুর আয়েশা চৌধুরী।

- Advertisement -

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য জিয়াউল হক চৌধুরী বাবুল দীর্ঘদিন ধরে কিডনি ও ক্যান্সারে ভুগছিলেন। এর আগে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পাশাপাশি ইন্ডিয়া ও সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সর্বশেষ মালয়েশিয়ার সানওয়ে মেডিকেল সেন্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

- Advertisement -google news follower

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী জিয়াউল হক চৌধুরী বাবুল দীর্ঘ ৪০ বছর জনপ্রতিনিধি ছিলেন। লোহাগাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছিলেন ১৫ বছর, সদরের ইউপি চেয়ারম্যান ছিলেন ১৭ বছর, উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ১০ বছর।

জিয়াউল হক চৌধুরী বাবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদ এবং নোমান গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম।

- Advertisement -islamibank

এছাড়াও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য এম এ মোতালেব (সিআইপি), লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহীম কবির ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত শোক প্রকাশ করেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM