প্রার্থিতা ফিরে পেতে যারা আপিল করছেন তাদের প্রতি পক্ষপাতিত্ব দেখানো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহবুব তালুকদার বলেন, আমরা যা কিছু করব, তা আমাদের আইনানুগ করতে হবে। কারো প্রতি পক্ষপাতিত্ব আমরা অবশ্যই দেখাব না। প্রতিটি কেসেরই মেরিট আমরা দেখব। নির্বাচন কমিশন সব ব্যাপারেই নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, যারা আপিল করেছেন বা করছেন, শুনানিতে তারা তাদের তথ্য উপস্থাপন করবেন। আমরা অবশ্যই ন্যায়বিচারের প্রত্যাশী।
ন্যায়বিচারের ব্যাপারে কমিশন স্বচ্ছ থাকবে কি-না, এ বিষয়ে মাহবুব তালুকদার বলেন, ন্যায়বিচার তো আপেক্ষিক বিষয়। কোনটা ন্যায়বিচার আর কোনটা ন্যায়বিচার নয়, সেটার বিচারক তো আমি নই।