বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্লে-অফের এলিমেনেটর রাউন্ডে সোমবার (২৬ ফেব্রুয়ারি) শুভাগত হোমের চট্টগ্রামের বিপক্ষে টস জিতে বোলিং বেছে নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
টস জিতে তামিম বলেন, ’আজকের উইকেট একটু আলাদা মনে হচ্ছে। আমাদের চেষ্টা থাকবে ওদের যত কম রানে আটকানো যায়। বোলারদের কাছে চাওয়া থাকবে ওদের যেন ১৫০-র মধ্যে আটকাতে পারি। তাহলে ভালো সম্ভাবনা থাকবে।’
চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম বলেন, ‘আমাদের জন্য ভালো হয়েছে। আমরাও চেয়েছিলাম আগে ব্যাট করতে। আমরা সামনের দিকে তাকাচ্ছি। যত বেশি সম্ভব রান তোলার চেষ্টা করব। ১৭০/১৮০ হলে লড়াই হবে। দলের সবাই আত্মবিশ্বাসী।’
গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করে বরিশাল। চট্টগ্রাম হয় চতুর্থ। তবে, হোমদের আত্মবিশ্বাস জোগাবে গ্রুপ পর্বের দুই ম্যাচেই তামিমদের হারানোর সুখস্মৃতি।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল, ডেভিড মিলার, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জেমস ফুলার, কাইল মায়ার্স, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাকয় ও সাইফ উদ্দিন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: জস ব্রাউন, তানজিদ হাসান তামিম, শুভাগত হোম চৌধুরী, রোমারিও শেফার্ড, সৈকত আলী, থমাস চার্লস ব্রুস, নিহাদুজ্জামান, আল-আমিন হোসেন, সালাউদ্দিন শাকিল, ইমরানউজ্জামান ও বিলাল খান।
জেএন/এমআর