চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পর্যুত রক্ষিত প্রকাশ অজয় রক্ষিতকে ২৭ বছর পর গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব।
দীর্ঘদিন আত্মগোপনে থানা এ আসামীকে রবিবার (২৫ ফেব্রুয়ারি) নগরীর ইপিজেড এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পর্যুত রক্ষিত রাউজান থানার নোয়াপাড়া এলাকার বাসিন্দা শান্তি রক্ষিতের ছেলে।
আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) র্যাব থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এসব তথ্য নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গ্রেফতার পর্যুত রক্ষিত চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার মামলা নং-০৭(১০)৯৭, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘ ২৭ বছর ধরে বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। রবিবার তার অবস্থান নিশ্চিত হওয়ার পর দুপুর সাড়ে ১২টায় সিইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জেএন/পিআর