ইসরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন দেওয়া মার্কিন বিমান সেনার মৃত্যু

অনলাইন ডেস্ক

গাজা যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে ইজরায়েলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন দেওয়া সেই মার্কিন বিমান সেনার মৃত্যু হয়েছে।

- Advertisement -

সোমবার (২৬ ফেব্রুয়ারি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।

- Advertisement -google news follower

এর আগে, ইজরায়েলি দূতাবাসের বাইরে আগুন লাগার একটি বার্তা পেয়ে ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা দুপুরের দিকে ঘটনাস্থলে ছুটে আসেন।

তারা এসে দেখেন সিক্রেট সার্ভিসের অফিসাররা ইতোমধ্যেই ওই বিমান সেনার শরীরের আগুন নিভিয়ে ফেলেছেন।

- Advertisement -islamibank

ফায়ার ডিপার্টমেন্ট জানায়, লোকটিকে ‘গুরুতর আহত’ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ওই বিমান সেনার মৃত্যু হয়।

এয়ার ফোর্সের এক মুখপাত্র এএফপিকে নিশ্চিত করেছেন, তিনি এয়ার ফোর্সের একজন সক্রিয় সদস্য।

টেক্সাসের সান অ্যান্টোনিওর বাসিন্দা ২৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম অ্যারন বুশনেল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দূতাবাসের কোনো কর্মী হতাহত হয়নি বলে জানিয়েছেন দূতাবাসের এক মুখপাত্র।

ইউনিফর্ম পরিহিত ওই বিমান সেনা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে সরাসরি অগ্নিসংযোগ সম্প্রচার করে ঘোষণা করেন, তিনি ‘প্যালেস্টেনিয়ান গণহত্যায় জড়িত হবেন না’। এরপর ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে চিৎকার করতে করতে তিনি নিজের শরীরে আগুন জ্বালিয়ে দেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM