চট্টগ্রামের মিরসরাইয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই দাখিল পরীক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের সারেংপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
এসএসসি পরিক্ষার্থী বাহি সিএনজিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে দূর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন মিরসরাই আবুতোরাব ফাজিল মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী আবদুল্লাহ আল গালিব ও আব্দুল্লাহ আল নোমান।
আহতদের মধ্যে আব্দুল্লাহ আল নোমান প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষাকেন্দ্রে যেতে সক্ষম হলেও গুরুতর আহত আব্দুল্লাহ আল গালিবকে নেয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ফলে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। গালিব আবুতোরাব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোমিন সওদাগরের ছেলে।
মিরসরাই উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির জানান, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় ছিল তাদের পরীক্ষাকেন্দ্র। কেন্দ্রে আসার পথে তাদের বহনকারী সিএনজিকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। ফলে একজন পরীক্ষার্থী মাথায় আঘাত প্রাপ্ত হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।
জেএন/এইউ/পিআর