গাজীপুরে টঙ্গী বাজার এলাকায় মরিয়ম ম্যানশন নামে ৬ তলা একটি ভবনের চতুর্থ তলার প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল পৌনে ৬টার দিকে এই আগুন লাগে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে আগুন নেভাতে গিয়ে লিখন (২৫), রুমন (২৮), সাগর (৩২), রাকিব (২৮), মনিরুল (২৫) ও আব্দুর রাজ্জাক (৩২) নামের ছয় ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
তাঁদের মধ্যে আব্দুর রাজ্জাকের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অগ্নিদগ্ধ ছয়জন ওই ভবনের চতুর্থ তলার একাংশে থাকা কয়েকটি কক্ষে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ ভবনটির চতুর্থ তলায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তাঁরা। এ সময় তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন।
এতে ব্যর্থ হলে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, বুধবার সকালে মরিয়ম ম্যানশন নামের একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় থাকা একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগার খবর পাই।
ভবনটির পঞ্চম তলায় থাকা কয়েলের গুদামে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের বিশেষ একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে।
এই কর্মকর্তা আরও বলেন, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিটের আপৎকালীন কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
আগুন লাগার প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পুড়ে ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাউসার আহমেদ বলেন, ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেএন/পিআর