মরিচের গুঁড়ায় কাপড়ের রঙ-ভুষি ব্যবহার, জরিমানা ৬ লাখ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের বিখ্যাত পাইকারি বাজার খাতুনগঞ্জের দুটি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

- Advertisement -

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নানা অনিয়মের কারণে তাদের ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

- Advertisement -google news follower

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান বলেন, চাক্তাই খাতুনগঞ্জের দুটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুসারে জরিমানা আরোপ এবং আদায় করা হয়। নিম্নমানের মরিচের গুঁড়ার সঙ্গে কাপড়ের রঙ ও ভুষি মিশ্রণের দায়ে হারুন মসলা ক্রাশিং মিলকে তিন লাখ টাকা ও তুলাতলী জামাই বাজার এলাকার ফ্রিজিয়ান ফুডসকে হাইড্রোজ ও কাপড়ের রঙ ব্যবহার করার দায়ে তিন লাখ টাকা জরিমানা করা জয়।

নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ বলেন, চাক্তাইয়ের গাব মার্কা সেমাই কারখানা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM