অভিমানে অবসরে রোমান সানা

অনলাইন ডেস্ক

অভিমানে বাংলাদেশ জাতীয় আরচারি দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দেশ সেরা আরচার রোমান সানা। এত বড় সিদ্ধান্তটা তার হুট করে নেওয়া নয়। গত কয়েক দিন ধরেই খেলা ছাড়ার ব্যাপারে ভাবছিলেন। নিজের সিদ্ধান্ত চিঠি আকারে বাংলাদেশ আরচারি ফেডারেশনকে জানিয়েও ছিলেন। ছেড়েছিলেন টঙ্গির শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্প।

- Advertisement -

তবে প্রায় তিন সপ্তাহ হয়ে গেলো চিঠি পাওয়ার পর ফেডারেশন থেকে কোনো যোগাযোগ তার সঙ্গে করা হয়নি। বিষয়টি রবিবার গণমাধ্যকে জানিয়েছেন রোমান।

- Advertisement -google news follower

দেশের একমাত্র আরচার হিসেবে অলিম্পিক গেমসে সরাসরি খেলার সুযোগ পাওয়া রোমানের হাত ধরে দেশ অনেক সাফল্য পেয়েছে। ১৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে বিশ্ব, এশিয়া এবং দক্ষিণ এশিয়ার আরচারিতে সাফল্য দিয়েই নিজেকে আলাদা করে চিনিয়েছিলেন। বয়স এখন মাত্র ৩০। এই বয়সেই খেলা ছাড়ার এই সিদ্ধান্ত কেন?

জানতে চাইলে প্রথমে নিজের কাঁধের ইনজুরির কথা বললেন রোমান, ‘অনেক দিন ধরেই কাঁধের চোটের সঙ্গে লড়াই করছি। এখন আর মানসিক চাপ নিতে পারি না, কষ্ট পাই। অনেক দিন খেলেছি। খেলেত খেলতে এখন আর চাপ নিয়ন্ত্রণ করতে পারি না সমস্যা হয়ে যায়। বয়সও মনে হয় বেশি হয়ে গেছে। আমার কি সমস্যা সেটা বললে কেউ বুঝতে চায় না। এখন আমার একটু মানসিক শান্তি দরকার। জাতীয় দল ছাড়লে আশা করি মানসিক শান্তি পাবো।’

- Advertisement -islamibank

সম্প্রতি জাতীয় দল এশিয়া কাপ আরচারি স্টেজ-১ ওয়ানে অংশ নেওয়া বাংলাদেশ রিকার্ভ দলে সুযোগ পাননি রোমান। ক্যাম্পেও কোনঠাসা হয়ে পড়েছিলেন অনেকটা। জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়াই কী মূল কারণ? রোমান অবশ্য এটা কারণ হিসেবে দাড় করাননি। আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন দেশকে দেওয়ার মতো অনেক সামর্থ্য এখনো তার আছে। তবে আরচারিতে যে পরিশ্রমটা করেন, যেই সময়টা দেন, তার বদলে প্রতিদানটা মেলে না ফেডারেশনের কাছ থেকে।

ভবিষ্যতের ভাবনাতেই তাই এই ‘অর্থহীন কালক্ষেপণ’ থেকে সরে যাচ্ছেন ২০১৯ এসএ গেমসে তিনটি স্বর্ণপদক জয়ী রোমান, ‘আসলে ভবিষ্যতের জন্য আমাকে কিছু করতে হবে। টাকা-পয়সা তো দরকার ভবিষ্যতের জন্য। ব্যাবসা বানিজ্য করবো। তাছাড়া জাতীয় দলে আগের মতো সুযোগ সুবিধা নাই, কোন কিছু নাই। এখন যারা নতুন আছে, তারা ভালো করছে। আশা করি তারা আরো ভালো করুক। আমিই সিনিয়র খেলোয়াড় ছিলাম। এখনও আরো ১০ চাইলে জাতীয় দলে খেলার সামর্থ্য আমার আছে। তবে এখন আর ভালো লাগছে না। যত পরিশ্রম করি জাতীয় দলে, দৈনিক আট ঘন্টা কঠোর অনুশীলন করি, এই পরিশ্রম এই সময়টা অন্য জায়গায় দিতে চাই। ব্যবসা-বাণিজ্য করতে চাই। ন্যাশনাল খেলবো বাংলাদেশ আনসারের হয়ে। বাকী সময়টা আয় বাড়ানোর চেষ্টা করবো। আরচারি থেকে দূরে থাকার চিন্তাভাবনা এখন। জাতীয় দলে মাসে তিন হাজার টাকা বেতন, দুই হাজার টাকা ঘর ভাড়া- হয় না। আট ঘন্টা প্র্যাকটিস করে মাস শেষে দৈনিক ১০০ টাকা (হা হা হা)। আর বিদেশ গেলে ১০০ ডলার। ১০-১৫ ডলার করে হাতখরচা। এ সব আর ভালো লাগছে না।’

ফেডারেশন থেকে তার সিদ্ধান্তের ব্যাপারে কেউ যোগাযোগ করেনি। এটাই হয়তো অভিমানটা বাড়িয়েছে রোমানের, ‘ফেডারেশনকে অনেক দিন আগেই চিঠি দিয়েছি। কবে দিয়েছি ভুলে গিয়েছি। প্রায় দুই-তিন সপ্তাহ হয়ে গেছে, কেউ এখনও এ ব্যাপারে আমার সঙ্গে কথা বলেননি, যোগাযোগ করেনি।’

এরপর যোগ করেন, ‘সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছি। ফেডারেশনকে চিঠিও দিয়েছি অনেকদিন হয়ে গেছে। আসলে বন্দী জীবন এত ভালো লাগে না। টানা প্র্যাকটিস করেই যাচ্ছি, কোনো রিটার্ন নেই। জীবনে অনেক কিছু থেকেই বঞ্চিত হয়েছি। তারপরও ধৈর্য্য ধরে ছিলাম। অনেক কথাবার্তা শুনতে হয়েছে, অনেক ঝগড়া-ফ্যাসাদ হয়েছে। অনেকের সঙ্গে শত্রুতা হয়েছে। তাই চিন্তা করলাম আর নীতিকথা বলার দরকার নাই। সবার জন্য যুদ্ধ করতে করতে আমি সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেছি আরচারি ফেডারেশনে। এই জন্যই ছেড়ে দিয়ে দূরে চলে যাচ্ছি। আমি আমার মতো জীবনটাকে গুছিয়ে নিতে চাই। আমার পরিবার সবকিছুই জানে। তারা সবসময় বলেছে, তুমি তোমার সিদ্ধান্ত নাও। ভালো থাকো। প্রয়োজনে না খেয়ে থাকো, তবে মানসিকভাবে ভালো থাকো।’

কিছুদিন আগেই জাতীয় দলের সতীর্থ দিয়া সিদ্দিকীকে বিয়ে করেছেন রোমান। দিয়াও চাননি রোমান এত তাড়াতাড়ি খেলা ছেড়ে দিক। রোমান বলেন, ‘দিয়াও তো সবসময়ই চাইবে আমি খেলি। ও নিজেও আছে ক্যাম্পে। ও তো চাইবেই না আমি ছেড়ে দেই। কিন্তু জোড় তো দিতে পারবে না। কারণ চূড়ান্ত সিদ্ধান্ত তো আমার।’

জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখের প্রতি কৃতজ্ঞতা ঝড়লো আবেগী রোমানের কণ্ঠে, ‘মার্টিন আমাকে নিজের ছেলের মতো দেখেন। সর্বোচ্চ যা পেয়েছি, তা তার জন্যই পেয়েছি। আমার ক্যারিয়ারের তিনি সেরা কোচ। আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকবো। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। আমার সিদ্ধান্তে কোচ খুব কষ্ট পেয়েছেন। তিনি আমাকে অনেক ভালোবাসেন, উনিও অনেক চেষ্টা করেছেন আমার জন্য। কিন্তু করার তো কিছু নাই।’

রোমানের এসময়ে অবসরের এই সিদ্ধান্ত কী ফেডারেশনের কর্তারা এড়াতে পারবে?

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM