বিজিবির ৭২ জনকে পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক :

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে ৭২ বিজিবি সদস্যকে পদক পরিয়ে দেন।

- Advertisement -

আজ সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় পিলখানার বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ড বর্ডার গার্ড কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

- Advertisement -google news follower

প্রধান অতিথিকে বরণ করেন বিজিবি মহাপরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রী। খোলা জিপে বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের মনোমুগ্ধকর কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন শেষে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৭২ বিজিবি সদস্যকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -islamibank

এ ছাড়া পিলখানায় বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন করেন তিনি। পরে বিজিবি সদস্যদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM