বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে নিয়ে গেছে খামারের ৩ গরু

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে দারোয়ানকে বেঁধে একটি ডেইরি ফার্ম থেকে নিয়ে গেছে ৩টি গরু

- Advertisement -

গতকাল রবিবার (৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর সি কে ডেইরি ফার্মে এ ঘটনা ঘটেছে।

- Advertisement -google news follower

স্থানীয় পৌর কাউন্সিলর মো.জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

- Advertisement -islamibank

খামারের মালিক চেমন আরা বেগম বলেন, খামারের বাইরে থাকা দারোয়ান জয়নাল আবেদীনকে প্রথমে পুলিশ পরিচয় দেয় দুর্বৃত্তরা। এর এক পর্যায়ে দারোয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা দেয়াল টপকে খামারে ঢুকে গরুগুলো নিয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

জেএন/পূজন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ