অগ্নিকাণ্ডের কারণে রমজানে চিনির সংকট হবে না : এফবিসিসিআই

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলীতে দেশের অন্যতম শিল্প গোষ্ঠীর একটি চিনি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। এ ধরনের দুর্ঘটনা খুবই অপ্রত্যাশিত ও দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

- Advertisement -

মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর মধ্যে চিনি অন্যতম। পবিত্র রমজান মাসে চিনির চাহিদা অনেক বেশি থাকে। তাই চিনি পরিশোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

- Advertisement -google news follower

তবে এই অগ্নিকাণ্ডের ফলে আসন্ন রমজানে দেশের বাজারে চিনির সংকট তৈরি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন এফবিসিসিআই সভাপতি।

মাহবুবুল আলম বলেন, আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ নিয়ে আমরা একটি সভার আয়োজন করেছিলাম। দেশে পর্যাপ্ত পরিমাণে চিনির মজুদ রয়েছে বলে জানিয়েছিলেন এই খাতের ব্যবসায়ীরা। তাই চিনির সংকট তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

- Advertisement -islamibank

এসময় রমজান মাসে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, আমদানিকারক, আড়ৎদার এবং মিল মালিকদের আরো তৎপর হওয়ার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

গত সোমবার (৪ মার্চ) বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় সুগার রিফাইনারি নামের চিনি কারখানায় আগুন লাগে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM