চিনিকলের অগ্নিকাণ্ড বাজারে প্রভাব ফেলবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে কর্ণফুলীতে চিনির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

- Advertisement -

বুধবার (৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে প্রতিযোগিতা কমিশন আইন নিয়ে এক কর্মশালায় এমন মন্তব্য করেন তিনি।

- Advertisement -google news follower

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, মোট চাহিদার সামান্য পরিমাণ চিনি আগুনে নষ্ট হয়েছে। তবে, কেউ কেউ এই ঘটনাকে সুযোগ হিসেবে নিতে পারে। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিলে মিল পর্যায়ে সরকার ব্যবস্থা নেবে।

এ সময় তিনি বলেন, নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে। খেজুরের দামও সমন্বয় করা হবে। বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে। কারসাজিকারীদের দৌরাত্ম্য বন্ধে প্রতিযোগিতা আইনের কঠোর বাস্তবায়ন জরুরি।

- Advertisement -islamibank

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, রোজার বাজার সহনীয় করতে নানামুখী উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। গোষ্ঠীগত বা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানো যাবে না। সরকারের বিভিন্ন দপ্তর বাজার তদারকি চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ব্যত্যয় হলে আইনের প্রয়োগ করবে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পরে অর্থনৈতিক ভঙ্গুর দেশকে সমৃদ্ধিশালী করতে বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে। দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা দরকার।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আনক্টেডের ইকোনমিক অ্যাফেয়ার্স অফিসার এলিজাবেথ গাছুরি এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমান।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM