কক্সবাজারের পেকুয়ায় পাচারের সময় পিকআপ ভর্তি বিপুল পরিমাণ চিরাইকাঠ জব্দ করেছে বনবিভাগ।
শুক্রবার রাত ৯টার দিকে পেকুয়া সরকারি মডেল জিএমসি স্কুল গেইটের সামনে থেকে কাঠগুলো জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক।
মো. হাবিবুল হক বলেন, একটি গাছচোর সিণ্ডিকেট পিকআপ গাড়ি করে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ চিরাইকাঠ পাচার করছিল।
গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে এবিসি আঞ্চলিক মহাসড়কের জিএমসি স্কুল সংলগ্ন জায়গা থেকে কাঠগুলো জব্দ করা হয়।
প্রাথমিকভাবে জেনেছি, চকরিয়া উপজেলার বরইতলি এলাকা থেকে মহেশখালীতে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলি। গাড়িসহ কাঠগুলি রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
জেএন/পিআর