বাহারছড়ায় রেজাউল, নানুপুরে নুরনবী, খিরামে সোহরাব জয়ী

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের তিন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদে মো. রেজাউল করিম চৌধুরী, ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নে নুরুন্নবী রোশন এবং খিরাম ইউনিয়নে মো. সোহরাব হোসাইন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বাহারছড়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

- Advertisement -

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

- Advertisement -google news follower

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, বাহারছড়া ইউনিয়ন চেয়ারম্যান পদে মো. রেজাউল করিম চৌধুরী ওরফে ইউনুছ মুন্সি অটোরিকশা প্রতীকে ৩ হাজার ৬০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বি দেলোয়ার আজিম টেলিফোন প্রতীকে ৩ হাজার ৫৩২ ভোট পান। বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে ১০টি ভোটকেন্দ্রের মধ্যে ভোটার সংখ্যা ছিল ৩১ হাজার ২৭৬ জন। গত বছরের ২৫ সেপ্টেম্বর সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামের মৃত্যুবরণ করলে পদটি খালি হয়।

অন্যদিকে, সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার জহুরুল হক হলে ঘোষিত ফলাফল অনুযায়ী, নানুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নুরুন্নবী রোশন আনারস প্রতীকে ৭ হাজার ১৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহম্মদ শফিউল আজম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৭২ ভোট। এ ইউনিয়নে মোট ভোট পড়েছে ১২ হাজার ২৫৯টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১১ হাজার ৯৭৩টি এবং বাতিল ভোটের সংখ্যা ২৮৬টি।

- Advertisement -islamibank

খিরাম ইউনিয়নে মো. সোহরাব হোসাইন আনারস প্রতীকে ২ হাজার ৬৮৭ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শহিদুল আলম অটোরিকশা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৫৬ ভোট। এ ইউনিয়নে মোট ভোট পড়েছে ৫ হাজার ৯৭০ টি। তার মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৫ হাজার ৮৬৯টি এবং বাতিল ভোটের সংখ্যা ১০১টি।

ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার অরুণ উদয় ত্রিপুরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে, সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM