আগ্রাবাদে দলিল জালিয়াতি করে মালিক দাবি করা মুরাদ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ ব্যাপারীপাড়া এলাকায় দলিল জালিয়াতির মাধ্যমে অন্যের জায়গা নিজের দাবি করে আসছিলেন মো. মুরাদ মিয়া (৪৫)।

- Advertisement -

জমি উদ্ধারের জন্য আদালতের শরণাপন্ন হয় ভুক্তভোগী। অবশেষে আদালতের নির্দেশে পুলিশের হাতে গ্রেফতার হয় মুরাদ।

- Advertisement -google news follower

গতকাল রবিবার সন্ধ্যায় নগরীর আগ্রাবাদের চৌমুহনী পানওয়ালা পাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। মুরাদ মিয়া ওই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আগ্রাবাদের ব্যাপারীপাড়া এলাকায় নশা মিয়া সওদাগর নামে এক ব্যাক্তির জায়গা জমি দেখাশোনা করতেন মুরাদ মিয়া।

- Advertisement -islamibank

এর মধ্যে মূল মালিক জায়গা বুঝে নিতে গেলে জাল দলিল তৈরি করে ওই জায়গা তার দাবি করে এবং মূল মালিককে ভয়ভীতি দেখান মুরাদ।

পরে বাধ্য হয়ে ২০২৩ সালের ১১ মে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর জামাতা মো. ইলিয়াস। সম্প্রতি ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই পরোয়ানাতেই রবিবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে।

এসব তথ্য নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের পাটোয়ারি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM