চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭১ শতাংশই অকৃতকার্য

শিক্ষা ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) (২০২৩-২৪) শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।

- Advertisement -

এতে ৫৭ হাজার ৭৫জন শিক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছেন ৪০ হাজার ৬৯২জন শিক্ষার্থী। শতকরা হিসেবে ফেলের হার দাঁড়ায় ৭১.৩ শতাংশ।

- Advertisement -google news follower

রেজাল্টের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. খায়রুল ইসলাম।

তিনি বলেন, বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ৫৭ হাজার ৭৫ জনের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৩৮৩ জন। সে হিসেবে পাসের হার ২৮.৭শতাংশ।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, এবারের ভর্তি পরীক্ষা দেশের ৩টি বিভাগে অনুষ্ঠিত হয়। এতে ‘বি‘ ইউনিটে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৫ হাজার ২৬৭ জন।

এর মধ্য থেকে ৫৭ হাজার ৫২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ ছিল।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM