ভর্তি পরীক্ষার প্রশ্ন বহনকারী বাস

তাড়াশে সড়ক দুর্ঘটনায় চবির ৩ শিক্ষক আহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন বহনকারী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে তিনজন শিক্ষক আহত হয়েছেন।

- Advertisement -

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে সিরাজগঞ্জের তাড়াশে একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইয়াকুব বলেন, আমরা সিরাজগঞ্জে দুর্ঘটনার শিকার হই। আমি চালকের পেছনে সিটে বসেছিলাম, এজন্য দুর্ঘটনার সময় সামনে ছিটকে গিয়ে ড্যাশবোর্ডে পড়েছি। কোমর এবং কাঁধে প্রচণ্ড ব্যথা পেয়েছি। এ ছাড়া অপর দুইজন প্রতিনিধির মুখ ও শরীরের কিছু অংশ বাসের জানালার কাচে কেটে গেছে।

শিক্ষক প্রতিনিধি দলে আরও ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক সুজিত কুমার দত্ত, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আসাদুল হক, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আমীর নসরুল্লাহ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, আগামীকাল শনিবার (১৬ মার্চ) চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহীতে চবির ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য আজ পরীক্ষার সরঞ্জামাদি নিয়ে চবি থেকে রাজশাহী যাচ্ছিলেন ৬ শিক্ষকের একটি প্রতিনিধি দল।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM