সোমালিয়ার গদবজিরান উপকূলে নোঙর করেছে এমভি আবদুল্লাহ

অনলাইন ডেস্ক

বাংলাদেশি পতাকাবাহী এসআর শিপিংয়ের জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার পর গতকাল বৃহস্পতিবার সোমালিয়ার গারাকাদ বন্দরের কাছে নোঙর করেছিল। আজ শুক্রবার জাহাজটির নোঙর তুলে ফেলা হয় এবং সেটিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। রাতে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) পক্ষ থেকে এমভি আব্দুল্লাহর সর্বশেষ অবস্থান জানানো হয়েছে।

- Advertisement -

জানা গেছে, গতকাল জাহাজটি যেখানে নোঙর করা ছিল, সেখান থেকে আজ ৪৫-৫০ নটিক্যাল মাইল উত্তর দিকে সরিয়ে সোমালিয়ার গদবজিরান উপকূলে নেওয়া হয়েছে। জাহাজটিকে গদবজিরান শহর থেকে ৪ নটিক্যাল মাইল দূরে নোঙর করা হয়েছে।

- Advertisement -google news follower

গত মঙ্গলবার ভারত মহাসাগরে এমভি আব্দুল্লাহর নিয়ন্ত্রণ নিয়ে জাহাজের ২৩ ক্রুদের জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। গতকাল বৃহস্পতিবার জাহাজটিকে সোমালিয়ার গারাকাদ বন্দর থেকে ২০ নটিক্যাল মাইল দূরে নোঙর করা হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM