বাংলাদেশি পতাকাবাহী এসআর শিপিংয়ের জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার পর গতকাল বৃহস্পতিবার সোমালিয়ার গারাকাদ বন্দরের কাছে নোঙর করেছিল। আজ শুক্রবার জাহাজটির নোঙর তুলে ফেলা হয় এবং সেটিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। রাতে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) পক্ষ থেকে এমভি আব্দুল্লাহর সর্বশেষ অবস্থান জানানো হয়েছে।
জানা গেছে, গতকাল জাহাজটি যেখানে নোঙর করা ছিল, সেখান থেকে আজ ৪৫-৫০ নটিক্যাল মাইল উত্তর দিকে সরিয়ে সোমালিয়ার গদবজিরান উপকূলে নেওয়া হয়েছে। জাহাজটিকে গদবজিরান শহর থেকে ৪ নটিক্যাল মাইল দূরে নোঙর করা হয়েছে।
গত মঙ্গলবার ভারত মহাসাগরে এমভি আব্দুল্লাহর নিয়ন্ত্রণ নিয়ে জাহাজের ২৩ ক্রুদের জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। গতকাল বৃহস্পতিবার জাহাজটিকে সোমালিয়ার গারাকাদ বন্দর থেকে ২০ নটিক্যাল মাইল দূরে নোঙর করা হয়।
জেএন/এমআর