সাতকানিয়ায় গ্যারেজে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই নোহা-মাইক্রোবাস

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার মধ্যম রামপুর এলাকায় মো. ইলিয়াছের মালিকানাধীন একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

- Advertisement -

শুক্রবার (১৫ মার্চ) গভীর রাতে লাগা এ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি নোহা (চট্টমেট্রো- চ ১১-৬৩১১) ও ১টি টিআরএক্স মাইক্রোবাস (চট্টমেট্রো- চ ১১-৮২৯১)। প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্থ গাড়ির মালিকরা।

- Advertisement -google news follower

জানা যায়, মধ্যরাত আনুমানিক দেড়টার সময় ডলুব্রীজের পশ্চিমে একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা দুইটি মাইক্রোবাসে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুনে মাইক্রোবাস দুইটির গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়ে উপরের দিকে উঠে যায়।

পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গাড়ি দুইটি।

- Advertisement -islamibank

এদিকে মধ্যরাতের ঘটনা হওয়ায় ফায়ার সার্ভিস ও স্থানীয় জনপ্রতিনিধিরা আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক তথ্য জানাতে পারেনি। তবে স্থানীয়দের কেউ কেউ গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হওয়ায় আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করেন।

স্থানীয় বাসিন্দা মুহসিন বিন রফিক জানান, আগুন লেগে মাইক্রোবাস দুইটি পুড়ে ছাই হয়ে গেছে। এর আগেও একই জায়গায় আরও একবার আগুনে গাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্ণায়েন জানান, গ্যারেজে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করি। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

আগুনের সূত্রপাতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM