টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে ঢাকায় সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। দুই ফরম্যাটের বাংলাদেশের সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে মধ্যরাতে ঢাকায় এসে পৌছে অস্ট্রেলিয়া।
সফরে বাংলাদেশ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজি মেয়েরা।
এই সিরিজের জন্য নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক এবং নাহিদা আক্তারকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ।
ওয়ানডে সিরিজ দিয়ে শুরু অস্ট্রেলিয়ার এই সফর। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২১ মার্চ। পরবর্তী দুই ম্যাচ হবে ২৪ ও ২৭ মার্চ। তিনটি ওয়ানডেই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।
মূলত বাংলাদেশের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে ঢাকায় এই সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। যেখানে স্বাগতিক দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ২০২২ থেকে ২০২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য ৫০ ওভারের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ।
জেএন/পিআর