মরক্কোর রাজপ্রাসাদে যাচ্ছেন বাংলাদেশি ক্বারি

অনলাইন ডেস্ক

পবিত্র কোরআন তিলাওয়াত করার জন্য মরক্কোর রাজপ্রাসাদে রাজকীয় অতিথি হয়ে যাচ্ছেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) সভাপতি ও মাহাদুল কিরাত বাংলাদেশের পরিচালক শাইখ আহমাদ বিন ইউসুফ আজহারি

- Advertisement -

মরক্কোর বাদশাহ মুহাম্মাদের (ষষ্ঠ) দাওয়াতে আমন্ত্রিত হয়ে তিনি তিনি ৮ম বারের মতো আগামীকাল রাজধানী রাবাতের উদ্দেশ্যে রওনা হবেন। রাজপ্রাসাদ ছাড়াও তিনি মরক্কোর বিভিন্ন ঐতিহাসিক মসজিদে তিলাওয়াত করবেন।

- Advertisement -google news follower

২০১৪ সাল থেকে তিনি প্রতি বছর পবিত্র রমজান মাসে মরক্কোর বাদশাহের অতিথি হয়ে মরক্কো সফর করেন। রমজান মাসে মরক্কোর বাদশাহ মুহাম্মাদ বিশ্বের বিভিন্ন দেশের স্কলারদের রাজপ্রাসাদে দাওয়াত করে ঐতিহাসিক এ অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।

উল্লেখ্য যে, ক্বারি আহমাদ ইউসুফ আজহারি বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের রূপকার এবং ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ক্বারি মুহাম্মাদ ইউসুফ রহ. এর বড় পুত্র।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM