চট্টগ্রাম নগরীর আকবরশাহ্ থানাধীন লেকসিটি আবাসিকের ভেতর ডান পাশে মসজিদ রোডের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
গোপন সোর্সের এমন তথ্যে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি টিম। পুলিশের অবস্থান টের পেয়ে ৬ থেকে ৭ জন পালিয়ে গেলেও ডাকাত চক্রটির চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় টিম।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, একটি টিপ ছোরা, একটি প্লাস্টিকের বাটযুক্ত ছোরা, তালা ভাঙ্গার যন্ত্র, একটি লোহার তৈরি কাটার ও একটি তারকাটা কাটার প্লাস।
গ্রেফতারকৃতরা হলেন মো. ফরিদ হোসেন (৩২), মো. নাঈম (২৯), মো. মেহেদী হাসান প্রকাশ আকাশ (১৯) ও মো. মোর্শেদ (২৮)।
বুধবার সকালে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে আকবরশাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, মূলত ঈদকে কেন্দ্র করেই চক্রটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে গ্রেফতারকৃতরা।
গ্রেফতার ৪ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে তাদের বিরুদ্ধে আরও একটি ডাকাতি মামলা দায়ের করার তথ্য দেন ওসি। বলেন, এ চক্রটির বাকি সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
জেএন/পিআর