ইফতারের আগে যানজট নিরসনে যে পরামর্শ ডিএমপির

দেশজুড়ে ডেস্ক :

রমজানের শুরুর দিকে কিছুটা স্বস্তি মিললেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী বাসিন্দাদের যানজটের বিড়ম্বনা বাড়ছে।

- Advertisement -

শেষ বিকেলে কয়েক ঘণ্টা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হলেও খুব একটা কাজে আসছে না।

- Advertisement -google news follower

তাই রমজানে যানজট কমাতে অফিস ছুটির পরই বাসায় ফেরার তাগাদা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে করা এক ব্রিফিংয়ে এ পরামর্শ দেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান।

- Advertisement -islamibank

ইফতারের আগে বেশি যানজটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, অফিস ছুটির পর যানবাহনগুলোর তড়িঘড়ি করে যাতায়াতের কারণে ইফতারের আগে যানজট হয়।

এসময় যানবাহনগুলোকে যত্রতত্র যাত্রী উঠানামা বন্ধ ও বিভিন্ন মোড়ে অযাচিত জটলা না করার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় সাড়ে তিনটায় অফিস ছুটির পরপরই সকলকে বাসায় যাওয়ার আহ্বান জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, যানজট নিরসনে রাজধানীর ফুটপাত ও সড়কে কোন ব্যবসায়ী যাতে দোকান বসাতে না পারে তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM