চট্টগ্রামে রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ মার্চ) নগরের জামালখানে দাওয়াত রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি এস এম পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) অর্থ সম্পাদক মোজাহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আইয়ুব আলী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) নেতা সাইফুল ইসলাম শিল্পী, মজুমদার নাজিম উদ্দীন, রিহ্যাব সদস্য আব্দুল গাফ্ফার মিয়াজি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্যাব চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ন সম্পাদক সেলিম জাহাঙ্গীর, চট্টগ্রাম প্রেসক্লাবের গ্রন্থগার সম্পাদক শহিদুল ইসলাম, নুরুদ্দিন খান, হাসান মুকুল, বশির আল মামুন, তুষার কান্তি দেব, এস এম আকাশ, নুর মোহাম্মদ রানা, ওমর ফারুক, ভুপেন দাশ, এম এ হোসাইন, নাছির উদ্দন রকি, নুরুদ্দিন খান সাগর, এম আর আমিন, গাজি লিটন, মোহাম্মদ কাউসার, আব্দুল মতিন চৌধুরী রিপন, আবু হেনা খোকন, রাজীব সেন প্রিন্স, উজ্জল দত্ত, নজরুল ইসলাম, তানভীর আহমেদ, মিলাদ উদ্দীন মুন্না, মুজিব উল্লাহ তুষার, জাহিদুল ইসলাম, মাজহারুল ইসলাম রানা, ইমরান সোহেল, আবু জাফর, মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির হাসানুল আলম মিথুন, মাহবুবুর রহমান, মাহবুবুল আলম, ব্যবসায়ী সরোয়ার আলম লিটন, রেল কর্মচারী শাহাদাত হোসেন, সাজ্জাদ হোসেন, মহিউদ্দিন, শেখ জামাল প্রমূখ।
মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস, রহমতের মাস, এই মাসে রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের এমন আয়োজন সাংবাদিকদের একটি মিলন মেলায় পরিণত হয়েছে।
জেএন/পিআর