আসন্ন নির্বাচনে ৩ আসনেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করেছে ইসি। এর ফলে ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনে খালেদা জিয়া লড়তে পারবেন কি-না তা এখনো স্পষ্ট নয়।
তবে নির্বাচন কমিশন স্বচ্ছ মনোভাব দেখালে প্রার্থিতা ফিরে পাবেন খালেদা জিয়া, এমনটাই আশা তাঁর আইনজীবীদের।
শনিবার (৮ ডিসেম্বর) আপিল শুনানির তৃতীয়দিন খালেদা জিয়ার আপিল শুনানি শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন এবং মাহবুব উদ্দিন খোকনসহ কয়েকজন আইনজীবী।
বিকাল ৫টায় এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
ফেনী-১, বগুড়া-৬ এবং বগুড়া-৭ আসনের মনোনয়নপত্র নিয়ে গত ৫ ডিসেম্বর খালেদা জিয়ার আইনজীবীরা তার পক্ষে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন।